Popular

6/recent/popular-posts

Heder

আবার জেগে ওঠো – Abar Jege Otho Bengali Islamic Music.

 Scroll down to read in English



আবার জেগে ওঠো গোজল লিরিক্স

এই ঢাকা হল মসজিদের শহর,

ঢোল তবলার নয়।

মোরা প্রাণ ভরে শুনি আজানের ধ্বনি যখনি আজান হয়।

এই দেশ আলোকিত ঈমানী আলোয় মোমবাতি জেলে নয়।

সারা দুনিয়ার কাছে ইসলাম হলো এদেশের পরিচয়।



এই ঢাক ঢোল যাবে মন্দিরে আর মোমবাতি যাবে গির্জায় ,

এই বিজাতির রিতী রুখবেই জাতি যায় যাক যদি শির যায়।

আজ চেতনার নামে নাস্তিকতার চলছে চক্রান্ত,

তাই প্রতিরোধ পথে জাগবেই জাতি থাকবে না বসে শান্ত।

এসো ঈমানের ডাকে এক হও সবে এক সাথে পথ ছুটি।



আজ নব্বই ভাগ মুসলমানের পবিত্র এই দেশে ,

দেখো মূর্তি পূজার চলছে মহরা ভাস্কর্যের ভেসে।

আজ মঙ্গল প্রদীপ তিলক ধোলক রাখে প্রতিমার স্পর্শে ।

দেখো সাম্প্রদায়ীক ছোবল লেগেছে বাংলার নববর্ষে,

আজ অশ্লীলতার চলছে তোফান জাতি ধ্বংসের জন্য

আর স্বার্থান্বেষী নারীবাদীরাই নারীকে করেছে পণ্য।

আজ মুক্তি যুদ্ধ নিয়ে বানিজ্য চলছে রাজনীতিতে,

আর আটঘাট বেধে নেমেছে মিডিয়া ইসলাম মুছে দিতে

আজ একটাই পথ লড়ার শপথ পথ নাই আর দুটো ।

জাগো জাগো আবার জেগে ওঠো।



আজ সংবিধানেও বদলে গিয়েছে বিছমিল্লাহর মানে,

আর পাঠ্যসূচিতে ধর্মহীনতা ঢুকে গেছে সবখানে,

ওরা স্রষ্টা বিধাতা প্রভু বলে বলে আল্লাহ দিয়েছে বাদ।

ওদের উদ্দ্বত্যের লক্ষ এবার রাসূল মোহাম্মদ (সা:)।

ওরা বিদেশি প্রভুর কৃতদাস হয়ে হুকুম তামিল করছে,

ওরা বিজাতির কাছে মাথা নত করে স্বজাতির সাথে লড়ছে ।

ওরা কোনো কিছুতেই হবে না সফল রবে না তাদের চিহ্ন,

ওরা দেশ থেকে হবে বিতাড়িত, হবে জাতি থেকে বিচ্ছিন্ন।

এসো ভেদাভেদ ভুলে আলোর মিছিলে সকল আধার টুট।

জাগো জাগো আবার জেগে ওঠো।

Gojol Information>>

Song Name: Abar Jege Otho – আবার জেগে ওঠো

Singer, Lyrics & Tune: Kobi Muhib Khan – জাগ্রত কবি মুহিব খান

Artist- Muhib Khan (মুহিব খান)

Album- Notun ishtehar ashche (নতুন ইশতেহার আসছে)

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

Wake up again Gojal lyrics

 This Dhaka is the city of mosques,

 Drums are not tabla.

 Mora listened intently to the sound of the call to prayer whenever the call to prayer was made.

 This country is not a candle prisoner in the light of faith.

 Islam is the identity of this country to the whole world.



 This drum will go to the temple and the candle will go to the church,

 Let the race go if the rite of this foreigner goes.

 Atheism is conspiring in the name of consciousness today,

 So the nation will not stay awake on the path of resistance.

 Let's unite in the call of faith.



 Today, ninety percent of Muslims live in this holy land,

 Look at the idol worship going on in the form of Mahara sculpture.

 Today, Mars lamp Tilak Dholak touches the idol.

 Look at the communal riots in the Bengali New Year,

 Today the storm of obscenity is going on to destroy the nation

 And selfish feminists have made women products.

 Today the war of liberation is being traded in politics,

 And the media has come down to erase Islam

 Today there is only one way to fight and there is no other way.

 Wake up, wake up, wake up again.



 Today, the meaning of Bichmillah has also changed in the constitution,

 And irreligion has entered the curriculum everywhere,

 They say that God is the Creator, the Giver.

 The goal of their exaltation is now Rasul Mohammad (PBUH).

 They are obedient to the Lord of foreign lands.

 They are fighting with their own people by bowing their heads to the foreigners.

 They will not succeed in anything, nor will their sign,

 They will be expelled from the country, they will be separated from the nation.

 Let's forget the differences and break all the bases in the procession of light.

 Wake up, wake up, wake up again.

 Gojol Information >>

 Song Name: Abar Jege Otho - Abar Jege Otho

 Singer, Lyrics & Tune: Kobi Muhib Khan - Awake Poet Muhib Khan

 Artist- Muhib Khan (मुहिब खान)

 Album- Notun ishtehar ashche (New Ishtehar is coming)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ