Ami Chaina Bachte Tumi Chara Gojol lyrics
Click on visit now to read in English
Ami Chaina Bachte Tumi Chara Gojol lyrics (আমি চাইনা বাঁচতে তুমি ছাড়া. ) is sung by Abu Rayhan & Mahfuzul Alam. Ahmod Abdullah has created the lyrics and tune. Holy Tune Studio is the recorded Holy
Tune Studio. Download Ami Chaina Bachte Tumi Chara mp3 Gojol lyrics in Bangla and English font.
Ami Chaina Bachte Tumi Chara Gojol lyrics
আল্লা্হ্ আল্লাহ্ ১২
তুমি জাগিয়ে দাও মোর বোকের ভিতর
ঘুমিয়ে থাকা আমায় (2)
আমি চাইনা বাঁচতে তুমি ছাড়া
অন্য কারো দয়ায় (2)
চোখের কোনে অশ্রু আমার
তোমার জন্যে চায়
তোমার নামে মোহাব্বতে
হৃদয় আমার ভেজা (2)
ডুবিয়ে রাখো তোমার
প্রেমে অসীম মমতায় (2)
আমি চাইনা বাঁচতে তুমি ছাড়া
অন্য কারো দয়ায় (2)
তুমি ছাড়া দৃষ্টিতে মোর
আর কিছু না থাকুক
তোমার শীতল রহম ধারা
ডুবিয়ে আমায় রাখুক ।২
চাইনা কাঁদোক হৃদয় আমার ।২
অন্য কারো দ্বার ।
আমি চাইনা বাঁচতে তুমি
ছাড়া অন্য কারো দয়ায় ।২
Song Credits
Song: Ami Chaina Bachte
Singer: Abu Rayhan & Mahfuzul Alam
Lyric & Tune: Ahmod Abdullah
Record Label: Holy Tune Studio
0 মন্তব্যসমূহ