Popular

6/recent/popular-posts

Heder

কার নামেতে পাখ পাখালি গায়ে মধুর গান,কার প্রেমেতে ঝরনা ঝরে নদী বহমান,

  



Play now


Scroll down to read English

কার নামেতে পাখ পাখালি গায়ে মধুর গান,কার প্রেমেতে ঝরনা ঝরে নদী বহমান,(২)

সে যে আর কেহু নয় মোদের প্রভু আল্লাহ মহান,

গ্রহ তারা নদী আকাশ জমিন সব ই তাঁর দান, কার নামেতে পাখ পাখালি গায়ে মধুর গান,কার প্রেমেতে ঝরনা ঝরে নদী বহমান,(২)




কার হুকুমে দুর নিলিময় হাসে ওই চাঁদ, কার হুকুমে আধার কেটে আসে প্রভাত (২)

সে যে আর কেহু নয় মোদের প্রভু আল্লাহ মহান,গ্রহ তারা নদী আকাশ জমিন সব ই তাঁর দান, কার নামেতে পাখ পাখালি গায়ে মধুর গান,কার প্রেমেতে ঝরনা ঝরে নদী বহমান,(২)




কার ইশারায় মেঘো মালা বৃষ্টি ঝরায়,কার দেয়া প্রকৃতি দেখে মনটা জুরায় (২)

সে যে আর কেহু নয় মোদের প্রভু আল্লাহ মহান,গ্রহ তারা নদী আকাশ জমিন সব ই তাঁর দান, কার নামেতে পাখ পাখালি গায়ে মধুর গান,কার প্রেমেতে ঝরনা ঝরে নদী বহমান,(২)




কার নামেতে বন বাগানে ফুটে নানা ফুল, কার নামেতে সাগর নদী ঢেউয়ে ঢেউয়ে দুল (২)

সে যে আর কেহু নয় মোদের প্রভু আল্লাহ মহান,গ্রহ তারা নদী আকাশ জমিন সব ই তাঁর দান,


 কার নামেতে পাখ পাখালি গায়ে মধুর গান,কার প্রেমেতে ঝরনা ঝরে নদী বহমান,(২)ঐ


<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

A sweet song in the name of a car, a river flows in the love of a car, (2)

 He is none other than the Lord of fashion, great,

 The planets, the stars, the rivers, the sky, the earth are all His gifts.





 By whose order the moon smiles far and wide, by whose order the base is cut off in the morning (2)

 He is none other than the Lord of Moder, Allah is great, the planets, the stars, the rivers, the heavens and the earth are all His gifts.





 At the behest of whom the cloud garland rains, at the sight of the nature given by whom the mind is aroused (2)He is none other than the Lord of Moder, Allah is great, the planets, the stars, the rivers, the heavens and the earth are all His gifts.






 In the name of which various flowers bloom in the forest garden, in the name of which the sea river waves and pendants (2)

 He is none other than God, the Lord of fashion, the planets, the stars, the rivers, the heavens and the earth.



  A sweet song in the name of a car, a river flows in the love of a car, (2).



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ