Popular

6/recent/popular-posts

Heder

ভাষা দিবসের নতুন গজল । Bornomalar Gaan । বর্ণমালার গান । Ahmod Abdullah ।  Kalarab Shilpigosthi

 ভাষা দিবসের নতুন গজল । Bornomalar Gaan । বর্ণমালার গান । Ahmod Abdullah ।  Kalarab Shilpigosthi



Play now


বাংলাদেশের মাটির গর্ভে বাংলা ভাষার ঘ্যান,,(২) লাখো বাঙালির রক্তের নদী আজও বহমান,,

ঝিরে ঝিরে ঝিরে ঝির, বইছে বাতাস বর্ণ মালার স্রোতে,,মায়ের কোলে ঘুমিয়ে আমি 

জাগছি বায়ান্নতে,, মায়ের শেখানো ভাষাটা আমার ব্যবহারে নিপুনতা,,, মায়ের শেখানো ভাষাটা আমার ব্যবহারে নিপুনতা,,,বাংলায় গায় গান,, বাংলায় বলি কথা আমি বাংলায় গায় গান আমি বাংলায় বলি কথা,,, 




বাংলাদেশের গাছের ডালে বাংলা ভাষার পাখি,,,সূর্যে সকাল গুনতে আমরা পাখিদের সুরে জাগি,,,(২) চলতে চলতে নদীর ঢেউয়ে মোহরে ভাসে আকা,, নদী পথ হয়ে বয়ে গেছে যেন বাংলা ভাষার চাকা,,,আমার মায়ের মুখের কথায় এ ভাষার সক্ষতা,, আমার মায়ের মুখের কথায় যে ভাষার সক্ষতা,,,বাংলায় গায় গান,, বাংলায় বলি কথা আমি বাংলায় গায় গান আমি বাংলায় বলি কথা,,, 




গাছ কখনও যাইকি ভুলে তার শিকরের টান,,বাচাতে স্বদেশ আমরা ধরেছি বর্ণ শালার গান,,,লাল রক্তে ফিংকি হয়ে আমরা জেগেছি বিলিন,,,ভুলিনি ভাষার জন্য তোমরা জারা জারা লড়েছিলে,,, লাল রক্তে ফিংকি হয়ে আমরা জেগেছি বিলিন,,,ভুলিনি ভাষার জন্য তোমরা জারা জারা লড়েছিলে,,, মায়ের মুখের ভাষা কেড়ে নেওয়া নয় কোন রুপ কথা,, মায়ের মুখের ভাষা কেড়ে নেওয়া নয় কোন রুপ কথা,,বাংলায় গায় গান,, বাংলায় বলি কথা আমি বাংলায় গায় গান,, আমি বাংলায় বলি কথা,,, 





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ