মনকাড়া নতুন গজল । Ei Prithibir Pranto Chuye । Mahfuzul Alam । Tawhidul Islam । Kalarab New Song
দুর সুদুরে দৃষ্টি দিলে আকাশটা মনে হয় মাটিতে মিশে,, রোদলা দুপুরে সোনা বরণ ঝিকিমিকি করে ধানের শিশে , (২) অপরূপ সৃষ্টি,, জোড়ায় এই দৃষ্টি,,(২) বিশশয় ভরা এই রিদয়,,যত দেখি চাঁদের হাসি,, মনটা যায় জুরিয়ে,,এই পৃথিবীর প্রান্ত ছুয়ে ছুয়ে হাজার নদী মাঠ পেরিয়ে (২)
নিঝুম রাতে জোনাকি আর দূর আকাশে তারার মেলা,,তোমার কদমে সেজদা করে প্রেমের সাগরে ভাষায় ভেলা,,(২) রূপময় সন্ধা,, রজনী গন্ধা,,(২) সুরোভি ছড়িয়ে যায়,, সৌরভে ওই পাপড়ি গুলো,,প্রাণটা যায় হারিয়ে,, এই পৃথিবীর প্রান্ত ছুয়ে ছুয়ে হাজার নদী মাঠ পেরিয়ে (২)
এই পৃথিবীর প্রান্ত ছুয়ে ছুয়ে হাজার নদী মাঠ পেরিয়ে (২) যে দিকে যায় ক্লাত দৃষ্টি,, (২) তোমার সৃষ্টি মাঝে যায় হারিয়ে,,এই পৃথিবীর প্রান্ত ছুয়ে ছুয়ে হাজার নদী মাঠ পেরিয়ে (২)
Song : Ei Prithibir Pranto Chuye
Singer : Mahfuzul Alam & Tawhidul IslamLyric
Tune : Sayed AhmadMusic
Direction : Muhammad BadruzzamanSound
Design : Mahfuzul AlamRecord
Label : Holy Tune StudioVideo
Director : Md Abu Bakar Siddik
0 মন্তব্যসমূহ