Hridoyer Patay Tomari Chobi Gojol Lyrics
Hridoyer Patay Tomari Chobi Gojol Lyrics is a new presentation of Kolorob. Singers of the song are Tawhid Jamil & Salman Sadi. Tawhid Jamil has created the lyrics and tune. হৃদয়ের পাতায় তুমারি ছবি গজল লিরিক্স.
Hridoyer Patay Tomari Chobi Gojol Lyrics
হৃদয়ের পাতায় তুমারি ছবি,
তুমি ছাড়া বৃথা যে সবি…
হৃদয়ের পাতায় তুমারি ছবি,
তুমি ছাড়া বৃথা যে সবি…
তুমি ছাড়া শুন্য শুন্য লাগে পৃথিবি…
তুমি কামলিওয়ালা,
তুমি কাউসারওয়ালা….
তুমারি নামে গেথেছি ফুলেরু মালা…
তুমি কামলিওয়ালা,
তুমি কাউসারওয়ালা….
তুমারি নামে গেথেছি ফুলেরু মালা…
মনের খাতায় তুমার নাম
লিখেছি হাজার বার…
সপ্নে অগো প্রিয় দেখা দাও একবার।
মনের খাতায় তুমার নাম
লিখেছি হাজার বার…
সপ্নে অগো প্রিয় দেখা দাও একবার।
মনের… খাতায়… তুমার নাম
লিখেছি…. হাজার বার…
সপ্নে অগো… প্রিয় দেখা দাও একবার….
অগো প্রিয় মুরা তুমারি উম্মত,
শেষ বিচারে…ও চাই তুমার শাফায়াত।
তুমি কামলিওয়ালা,
তুমি কাউসারওয়ালা….
তুমারি নামে গেথেছি ফুলেরু মালা…
তুমি কামলিওয়ালা,
তুমি কাউসারওয়ালা….
দু জাহানের বাদসা তুমি,
গাই তুমারি গান….
তুমার নামে সিজন হল,।এই জমিন আসমান…
দু জাহানের বাদসা তুমি,
গাই তুমারি গান….
তুমার নামে সিজন হল,।এই জমিন আসমান…
দু জাহানের বাদসা তুমি,
গাই তুমারি গান….
তুমার নামে সিজন হল,।এই জমিন আসমান…
অগো প্রিয় মুরা তুমারি উম্মত,
শেষ বিচারে…ও চাই তুমার শাফায়াত।
Song Credits
Song : Hridoyer Patay Tomari Chobi
Singer : Tawhid Jamil & Salman Sadi
Lyric & Tune : Tawhid Jamil
Music Direction : Muhammad Badruzzaman
Sound Design : Mahfuzul Alam
Record Label : Holy Tune Studio
0 মন্তব্যসমূহ