Popular

6/recent/popular-posts

Heder

Notun Chader Hasi Gojol Lyrics (নতুন চাঁদের হাসি)

  Notun Chader Hasi Gojol Lyrics (নতুন চাঁদের হাসি) New Ramadan Song




Play Now



Notun Chader Hasi Gojol Lyrics is a beautiful song Lyrics of the Islamic Gozol is written by Mahdi Hassan

Ammar. Download Notun Chader Hasi mp3 Gojol Lyrics in Bangla font. Now enjoy Amar Priyo Baba Ami Odhir hoye thaki new gojol song lyrics.



Notun Chader Hasi Gojol Lyrics



আমার প্রিয় বাবা আমি অধীর হয়ে থাকি

নীল সুবিশাল আকাশ পানে দৃষ্টি মেলে রাখি



ওই যে দূরের নতুন সে চাঁদ দেখবে তুমি নাকি?

রমজানের ওই রোজার তবে নেই যে বুঝি বাকী !

নেই যে বুঝি বাকী !

রোজার কি শান বলবে আমায় প্রভুর কাছে কি মান?

রাখলে রোজা হয় যে ভারী রোজাদারের ঈমান ৷

রাখবো রোজা আমিও যে জাগাবে না মা কি?

জাগাবে না মা কি?



পিপাসা আর ক্ষুধায় কাতর হবো না যে কভু

রাখলে রোজা বিনিময়ে রহম দিবেন প্রভু

তবে কেন ভাংবো রোজা হয় কি কভু তা কি?

হয় কি কভু তা কি?



কি যে খুশি আছে বলো রোজাদারের তরে?

প্রভুর দিদার আর নিয়ামত ইফতারীর আসরে ৷৷

সেই সে রোজার রহমধারা জীবন জুড়ে মাখি ৷

জীবন জুড়ে মাখি ৷



রোজার মানে শুধুই কি হায় নিজকে উপোস রাখা?

প্রভুর কাছে ক্ষমা চেয়ে ন্যায়ের পথে থাকা ৷৷

আল্লাহ তায়ালা দিবেন তবে কাউসারের-ই সাকী ৷

কাউসারের-ই সাকী ৷৷


Song Credits

Song: Notun Chader Hasi

Lyric: Md Mahdi Hassan Hisam

Tune: S M Moinul Islam

Singer: Abdul Awal & Humaira Afrin Era

Sound design: Alapon Music lab

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ