Bangla Nate Rasul । Kandi Nodir Ghate boisha । Kalarab Shilpigosthi
আমি যাইবো মদিনাইগো সোনার মদিনাই (২) কান্দি নদীর ঘাটে বসইসা তরির ও আশায়,,,আমি কান্দি নদীর ঘাটে বসইসা তরীর ও আশায়,
আমার প্রাণের নবী কোথাই আছে,, জাইবো সে দেশে,,, নবীর দেখা পাইতে আমি,,, কান্দি যে বসে (২) কখন আইবো সোনার তরী বলনা আমাই,,,,কান্দি নদীর ঘাটে বইসা তরির ও আশায়,আমি কান্দি নদীর ঘাটে বইসা তরির ও আশায়,
আমার বুকের মাঝে আগুন জ্বলে কেউকি তা বোজে,,, নবীর দেশে জাইতে এইমন সেই তরী খোজে (২) শয়না রিদয় আরজে দেরি (২) নয়ন ভিজে যায়,,,, কান্দি নদীর ঘাটে বইসা তরির ও আশায়,আমি কান্দি নদীর ঘাটে বইসা তরির ও আশায়,
সেই সোনার তরী আইবো কবে,, নিবোরে ভাষাই,,,সোনার তরী আইবো কবে,, নিবোরে ভাষাই,,,////আমি কান্দি নদীর ঘাটে বইসা তরির ও আশায়,(২)///
আমি যাইবো মদিনাইগো সোনার মদিনাই (২) কান্দি নদীর ঘাটে বইসা তরির ও আশায়,,,আমি কান্দি নদীর ঘাটে বইসা তরির ও আশায়,
আমি জাইবো মদিনাইগো সোনার মদীনাই,,(২)আমি কান্দি নদীর ঘাটে বইসা তরির ও আশায়,(৪)
Title: Kandi Nodir ghate bose
Lyric: K M Monir Hosain
Tune: Sayed Ahmad
Singer: Sayed Ahmad
0 মন্তব্যসমূহ