মাকে নিয়া হৃদয় ছোঁয়া গজল । Neito Apon Mayer Moton । নেইতো আপন মায়ের মতন । Abdullah Mushtak
নেইতো আপন,, এিভুবনে মাগো তোমার মতো,,,(২)
দেখিলে তোমার মুখ,,,ভেসে যায় সব দুখ,,,(২) তুমিযে আমার মাগো কত আপন,,, নেইতো আপন,, এিভুবনে মাগো তোমার মতো,,,পৃথিবীর সব সুখ তোমার আচলে,,, তোমার পরশে, ব্যাথা যায় ভুলে,,, (২)সত ভুল ক্ষমা করে,, বুকে তুমি নিও তুলে,, স্নেহ মমতা দিয়ে করেছো লালন,,,, নেইতো আপন,, এিভুবনে মাগো তোমার মতো,,,(২)
খোকা বলে তুমি ডাকো যখন,,, রিদয়ে বেদনা, , ভুলে যে তখন,,,(২) হইনা তোমার মতো,, দেখেছি মানুষ যত,,, তোমায় ঘিরে শত শ্পন বপন,,, ////নেইতো আপন,, এিভুবনে মাগো তোমার মতো,,,(৩)////
Song : Neito Apon Mayer Moton
Singer : Abdullah Mushtak
Tune : Imranul Farhan
Record Label : Holy Tune Studio
Sound Design : Mahfuzul Alam
Video Director : Tawhid Jamil
0 মন্তব্যসমূহ