Popular

6/recent/popular-posts

Heder

পর্দা নিয়ে সময়ের সেরা গজল । Porda Narir Ruper Vushon । Sayed Ahmad Kalarab । Muhammad Badruzzaman

 পর্দা নিয়ে সময়ের সেরা গজল । Porda Narir Ruper Vushon । Sayed Ahmad Kalarab । Muhammad Badruzzaman



Play now


পর্দা তোমার রূপের ভূশোন রক্ষা কবোজ সংভ্রমের,,
শালিন পোশাক পড়লে তুমি আত্তা কাপে হায়নাদের,,, (২) হেনারী,,হেনারী,,হেনারী,,তোমায় জারা পণ্য বানায় রঙ্গ সাজায় মন্চ কাপায় নিত্য গানের উল্লাসে,,, কেবা তারা কোন সে আশায় কিসের নেশায় সর্ব সময় ঘুরছে তোমার আশপাশে,,, শএু মিএ চিনো ভালো মন্দ জানো,,, শএু মিএ চিনো ভালো মন্দ জানো,,, কদম বাড়াও সম্মুখে,, তুমিতো সাহোশিনী বধু মাবোন জননী,,,তোমায় রুখবে কে বলো তোমায় রুখবে কে,,, 



শিক্ষা সেবায় চাকরি পেশায় নারী বানধোব ইসলাম,,, প্রতিভা বিকাশে ব্যাবসায় অফিসে,, করেনিতো কভু বাধা দান,,, কিন্তু তোমার আবুর বাচাতে ধর্সকদের দৃষ্টি এড়াতে দিয়েছে এক বিধান,,, পর্দা করো পর্দা মানো পর্দা তোমার শান,,, পর্দা তোমার সেপটি বিধান পর্দাই সম্মান,,, পর্দাই সম্মান,,




 নিন্ম গামি দৃষ্টি নিয়ে চলবে পুরুষ সবখানে,, অন্তরতে খোদা ভিতি করবে জিকির জবানে,, (২) চলন নারী শালিন হবে কঠোর হবে বলোনে,,, পরপুরুশের সঙ্গে কোন কথা নাই অপ্রয়োজনে,,, এটাই তোমার মর্জাদা হে নারী,,,এটাই তোমার মান,,,,,পর্দা করো পর্দা মানো পর্দা তোমার শান,,, পর্দা তোমার সেপটি বিধান পর্দাই সম্মান,,, পর্দাই সম্মান,,



আলকাতরার বিঙ্গাপনে নারীকে লাগে কোন কাজে,, প্রগতির নামে হচ্ছে কিসব কোন সরমে কোন লাজে,,,(২)নারী জাতিকে পন্যায়নে হচ্চে এসব খুব বাজে,,,ধর্সকদের লোলোপ দৃষ্টি পড়ছে দেহের সব খানে,,,আর মানিনা আর নারী জাতির,,, এমন অপমান,,,পর্দা করো পর্দা মানো পর্দা তোমার শান,,, পর্দা তোমার সেপটি বিধান পর্দাই সম্মান,,, পর্দাই সম্মান,,




পোকাশের দায় ধর্সনের নয় সুরসুরি দেয় ইচ্চাতে,,, মোগজে জাদের ঘুম ধরেছে তাদের জন্য সব সাজে,,,(২)পোশাক যদি স্বাধীনতা হয় বোরকা কি দোষ করেছে,,,বোরকা কেনো লানচিত হয় ভার্সিটি আর কলেজে,,, শুনতে চাইনা মুখো রুচোক  নারী বাদি স্লোগান,,, পর্দা করো পর্দা মানো পর্দা তোমার শান,,, পর্দা তোমার সেপটি বিধান পর্দাই সম্মান,,, পর্দাই সম্মান,,


Song : Porda Narir Ruper Vushon Singer : Sayed Ahmad & Muhammad Badruzzaman 

Tune : Sayed Ahmad Sound 

Design : Mahfuzul Alam 

Record Label : Holy Tune Studio Video Director : Md Abu Bakar Siddik


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ