আইনুদ্দীন আল আজাদের সেরা গজল | Tomar Rohomer Shishir Kona | Elias Amin Kalarab | Aynuddin Al Azad
বিন্দু বিন্দু যদিও কণা,,, কি যে মহোময় তার করুণা,,,,(২)বৃষ্টি ঝড়ার আগে দোলা দিয়ে যায়,,,(২) সেকোন মায়াবী শিতল সমিরণ,,,
তোমার রহমের শিশির কোনায়,,,বারে বারে শিক্ত হয় মন,,,,(২)
সাগর বুকে সেতো ঢেউয়ের দামাম,,,ভিতির মাঝেও সেকি নয়ন অভিরাম (২)পাথর নুড়ির সে কি মুস্কি হাসী,,,(২) সূর্যকে ডেকে যায় করতে আপন,,, তোমার রহমের শিশির কোনায়,,,বারে বারে শিক্ত হয় মন,,,,(২)তোমার দয়াই,,, তোমার মায়াই,,,,(২) ছুয়ে ছুয়ে যায় যে প্রতিক্ষণ,,, তোমার রহমের শিশিে কোনায়,,,বারে বারে শিক্ত হয় মন,,,,(২)তোমার রহমের শিশির কোনায়,,,বারে বারে শিক্ত হয় মন,,,,(২)
Song: Tomar Rohomer Shishir Kona
Singer: Elias Amin
Lyric & Tune : Aynuddin Al Azad
Record Label: Holy Tune Studio
Sound Design: Mahfuzul Alam
Video Director: Tawhid Jamil
0 মন্তব্যসমূহ