তুমি ছাড়া আমি বড় অসহায় | Tumi Chara Ami Boro Osohai | Abu Rayhan | Kalarab New Islamic
আশার প্রদীপ গুলো কখন যানি,
,,নিরাশায় রুপ নেয় হায়,,,ব্যাথাতুর মন,,,বোঝেনা বোঝেনা কাদে শুধু রোজ নিরালাই,,,,(২)আল্লাহ ও আল্লাহ,,,, তুমি ছাড়া আমি বড় অসহায়,,,বড় অসহায়,,, ইয়া মুক্বললিবাল কুলুব,,,,ছাববিত কলবি আলা দিনিকা,,,ছাববিত কলবি আলা দিনিকা,,,সুখ পাখি কত কাল দেয়না ধরা,,, হারিয়ে নিড়ের খোজ,,,(২)ভুল ভরা জীবনের অমানিশা আঘাত এনে যায় রোজ,,,কেন মন,, হয় এমন,, বলোনা কিসের শূণ্যতা,,,আল্লাহ ও আল্লাহ,,,, তুমি ছাড়া আমি বড় অসহায়,,,বড় অসহায়,,, ইয়া মুক্বললিবাল কুলুব,,,,ছাববিত কলবি আলা দিনিকা,,,ছাববিত কলবি আলা দিনিকা,,,
শ্পনে বিভোরেই জীবন আমার কত পথ পাড়ি দেয়,,,(২) বিফল হয়ে ফের কেদে ওঠে,,, ভেঙে যায় একটুকুটেই,,,,জানিনা,,জানিনা,,কিসের সে অগ্রতায়,,,আল্লাহ ও আল্লাহ,,,, তুমি ছাড়া আমি বড় অসহায়,,,বড় অসহায়,,, ইয়া মুক্বললিবাল কুলুব,,,,ছাববিত কলবি আলা দিনিকা,,,ছাববিত কলবি আলা দিনিকা,,,
0 মন্তব্যসমূহ