ইসলাম এদেশের রক্তে ও আওায় আছে মিসে,,
ইসলাম মিসে আছে নৌকা নাঙল কিংবা ধানের শিশে,, (২) ইসলাম এদেশের কোটি কোটি মানুষের অন্তরে,, লিভে যাবেনা ইসলাম,, বাতিলি শক্তির ফুৎকারে,,জনতার নিশ্বাসে আছে ইসলাম,, প্রানে প্রানে বিশ্বাসে আছে ইসলাম,, , জনতার নিশ্বাসে আছে ইসলাম,, প্রানে প্রানে বিশ্বাসে আছে
ইসলাম,,
রক্তে সাগর ঢেলে তবেই এসেছে ইসলাম,,কচুরিপানার ন্যায় ভেসে আসেনি ইসলাম,,
মন্তের মতো ছিলো স্বাধীনতা সংগ্রামে এই ইসলাম,, হানাদার রুখতে যুদ্ধের প্রেরোনায় ছিলো ইসলাম,, মন্তের মতো ছিলো স্বাধীনতা সংগ্রামে এই ইসলাম,, হানাদার রুখতে যুদ্ধের প্রেরোনায় ছিলো ইসলাম,,
অধিকার আদায়ে অকাতোরে সাহোসিরা দিলো প্রান,,সালাম ও বরকত রফিক ও জব্বার আরো কত মুসোলমান,, তাদের মুখেও বুক কেবলই ছিলো ইসলাম,, কচুরিপানার ন্যায় ভেসে আসেনি ইসলাম,, নানা কচুরিপানার ন্যায় ভেসে আসেনি ইসলাম,,
ধর্মীয় সম্প্রতি এদেশের বড় এক অর্জন,, দাংগাবাজোড়া সময় সুযোগে করে দংশোন,, (২) মুসলিম উদারতায়,, সুন্দর চলছে দেশটা,, সম্পৃতি নষ্টের করছে ওরা অপোচেষ্টা,,দেশ বিদ্রোহি প্রানিদের সবচেয়ে বড় বাধা ইসলাম,, দেশ বিদ্রোহি প্রানিদের মাথা ব্যাথা বুজি ইসলাম,,,কচুরিপানার ন্যায় ভেসে আসেনি ইসলাম,, কচুরিপানার ন্যায় ভেসে আসেনি ইসলাম,, কচুরিপানার ন্যায় ভেসে আসেনি ইসলাম,,
0 মন্তব্যসমূহ