প্রতিবাদী সংগীত । এ কেমন দেশ আমার এ কেমন দেশ
নিজের মতো করবে সাশন আমার বাংলাদেশ,,,চাই অধিকার বললেই দিবে জুলুমের আদেশ,, (২) আইন আদালত তোমার কাছে হলো নিরুদ্দেশ,, আমার জন্য রাখছো কেনো অন্তরে বির্দেশ,,,(২) কারোর একা নয়তো এ দেশ আমার বাংলা দেশ,,,(২) দমন পিড়ন অত্যাচারে করলে কেমন দেশ,,
///এ কেমন দেশ আমার এ কেমন দেশ,, এ কেমন দেশ আমার এ কেমন দেশ,, (২)////
দাবি দেওয়া জনতার একাই নেই অধিকার,,,তবে কেনো করলেই দাবি করো অত্যাচার,,, জনতার ভোট নিয়ে যদি হয়ে থাকো সরকার,,, তবে কেনো রাজপথে আজ করো অবিচার,,,(২) মানুষের খুন সহজে খুন বেড়ে যায় বির্দেশ,,, দমন পিড়োর অত্যাচারে গড়লে কেমন দেশ,,,
///এ কেমন দেশ আমার এ কেমন দেশ,, (৪)//
নেজ্য পাওনার অধিকার দেই দেশের সংবিধান,,,সেই অধিকার চাইলেই দাও কিল চড় প্রতিদান,,,এদেশ নিয়ে করবে যাতা বললে অত্যাচার,,, পথে নামলে মামলা হামলা করো মিথ্যাচার,, (২)জনতার বুক পুষছে আগুন জুলুম হবে শেষ,,(২) দমোন পিড়োর অত্যাচারে গড়লে এমন দেশ,,,
///এ কেমন দেশ আমার এ কেমন দেশ,,(৬)///
Song: E kemon Desh Amar
Tune: Muhammad Badruzzaman
Singer: Muhammad Badruzzaman, Arif Arian, Abir Hasan, Salman
Sadi & Imranul Farhan
Record Label: Holy Tune Studio
0 মন্তব্যসমূহ