নতুন ইসলামী গান । Jotodin Bachbo । Imranul Farhan _ Bangla Islamic Song and lyrics,
যতদিন বাচবো,, তোমাকেই ডাকবো,,যতদিন বাচবো,, তোমাকেই ভাববো,
,, তোমার রাহে,, তোমারি দরবারে,আমি অশ্রু ঝরিয়ে কাদবো,, অশ্রু ঝরিয়ে কাদবো,,,,তোমার মোহাব্বত, এই বুকে রাখবো,,, হবো যে কবি আমি,,লিখে লিখে কাব্য,,রিদয় জুরে,, ছন্দ সুরে,,রিদয় জুরে,, ছন্দ সুরে,,তোমারি গান আমি গাইবো,, যতদিন বাচবো,, তোমাকেই ডাকবো,,যতদিন বাচবো,, তোমাকেই ভাববো,,, তোমার রাহে,, তোমারি দরবারে,আমি অশ্রু ঝরিয়ে কাদবো,, অশ্রু ঝরিয়ে কাদবো,,,,
গভীর রাতে ঘুম ঘেঙে জাগবো,, তোমার প্রেমেতে আমি মগ্ন হয়ে থাকবো,,গভীর রাতে ঘুম ঘেঙে জাগবো,, তোমার প্রেমেতে আমি মগ্ন হয়ে থাকবো,,তোমার নুরে,, পুড়ে পুড়ে,,তোমার নুরে,, পুড়ে পুড়ে,,অঙ্গার হয়ে আমি উড়বো,,
যতদিন বাচবো,, তোমাকেই ডাকবো,,যতদিন বাচবো,, তোমাকেই ভাববো,,, তোমার রাহে,, তোমারি দরবারে,আমি অশ্রু ঝরিয়ে কাদবো,, অশ্রু ঝরিয়ে কাদবো,,,,অশ্রু ঝরিয়ে কাদবো,,,,
0 মন্তব্যসমূহ