হৃদয় ছোঁয়া চমৎকার গজল । Rabbana Anta Mawlana । Kalarab Shilpigosthi
আমি কন্ঠে তুলেছি তবু নাম,আমি কন্ঠে তুলেছি তবু নাম,আমি কন্ঠে তুলেছি তবু নাম,,,রিদয়ে গেথেছি তোমার জিকির,,জীবন শোপেছি তোমার রাহে,,তোমার প্রিয় করে নিও ওগো মহিয়ান,,রব্বানা, আনতা মাওলানা,,রব্বানা,, আনতা ওয়ালুনা,, রব্বানা, আনতা মাওলানা,,রব্বানা,, আনতা আফিরুনা,,,
শূণ্য থেকে পূণ্য করো,, পূণ্যতাকে করো আবার বিলীন,,(২) জীবনের যতো আয়োজন,, যত প্রয়োজন,, ওপার মমতা মেখে করেছো দান মহিয়ান,, রব্বানা, আনতা মাওলানা,,রব্বানা,, আনতা ওয়ালুনা,, রব্বানা, আনতা মাওলানা,,রব্বানা,, আনতা আফিরুনা,,,
আলো থেকে আধার আনো,,আধার ভূবন করো আলোই রঙিন,,(২) জীবনের চাওয়া পাওয়া ভাঙা গড়া,, তোমার চাওয়ার মতো মেনে নিলাম মহিয়ান,, রব্বানা, আনতা মাওলানা,,রব্বানা,, আনতা ওয়ালুনা,, রব্বানা, আনতা মাওলানা,,রব্বানা,, আনতা আফিরুনা,,,
আমি কন্ঠে তুলেছি তবু নাম,আমি কন্ঠে তুলেছি তবু নাম,আমি কন্ঠে তুলেছি তবু নাম,,,রিদয়ে গেথেছি তোমার জিকির,,জীবন শোপেছি তোমার রাহে,,তোমার প্রিয় করে নিও ওগো মহিয়ান,,রব্বানা, আনতা মাওলানা,,রব্বানা,, আনতা ওয়ালুনা,, রব্বানা, আনতা মাওলানা,,রব্বানা,, আনতা আফিরুনা,,,
0 মন্তব্যসমূহ