এই প্রথম বাবা মেয়ের মনকাড়া গজল । Subhanallah Bolo । Badruzzaman Kalarab । Unaisa Tanzim,
সবুজ ঘাসের কচি ডগায় শিশির জমা হলো,,, সেই শিশিরে রবির আলো মুক্ত জেলে দিলো,,, (২) অবাক হয়ে দেখছো কি মন ভাবছো কি মন বলো (২) সুবহানাল্লাহ বলোরে মন সুবহানাল্লাহ বলো,,,(২)
ছোট্ট শিশুর কোচি ঠোটে এ কোন শব্দ খেলে,,, কেউ বোঝেনা মায়ের আকুল রিদয় নেচে ওঠে,,, (২) মায়ার এ মন মাখা মাখি কার করুণায় হলো,,, সুবহানাল্লাহ বলোরে মন সুবহানাল্লাহ বলো,,,(২)
পাহাড় বেয়ে ঝরনা নাচে নুড়ের নুপুর তালে,,, সেই তালেতে ব্যাকুল হয়ে পাখি কন্ঠ মেলে,,,(২)মেঘ পাহাড়ের এমন খেলা কেমন করে হলো,,, (২) সুবহানাল্লাহ বলোরে মন সুবহানাল্লাহ বলো,,,(২)
সবুজ ঘাসের কচি ডগায় শিশির জমা হলো,,, সেই শিশিরে রবির আলো মুক্ত জেলে দিলো,,, (২) অবাক হয়ে দেখছো কি মন ভাবছো কি মন বলো (২) সুবহানাল্লাহ বলোরে মন সুবহানাল্লাহ বলো,,,(৪)
Song : Subhanallah Bolo
Singer : Muhammad Badruzzaman, Tahsin, Tashrif & Unaisa Tanzim
Lyric & Tune : M Kamruzzaman
Music Direction : Tanjim Reza
Sound Design : Mahfuzul Alam
Record Label : Holy Tune Studio
D.O.P & Edit : Yeasin Bin Arian
Video Director : Jalal Ahmed
0 মন্তব্যসমূহ